অপহরণ ও মুক্তিপণের অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকর্মী বহিস্কার

0

মাগুরা সংবাদদাতা ॥ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত অধিকারী শিশিরসহ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। শনিবার জেলা ছাত্রলীগের এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। বহিস্কৃত অন্য তিনজন হলেন-মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ইমন শেখ, জেলা ছাত্রলীগের সদস্য নয়ন মোল্যা ও টুটুল। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ প্রসঙ্গে জানান, ‘ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। মানবিক কল্যাণ ও দেশ প্রেমের দৃঢ় চেতনা নিয়ে এ সংগঠনের পথ চলা। সেখানে কোন ধরনের অন্যায় অপরাধ মেনে নেয়া যায় না। সে কারণে অভিযুক্ত ওই ৪ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মহম্মদপুরের বালিদিয়ার ৩ ব্যক্তিকে মাগুরা শহর থেকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বহিস্কারের সিন্ধান্ত নেয়া হয়েছে। আমরা ঘটনার পরপরই বিষয়টি নিয়ে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সাথে আলোচনা করেছি। তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।’