ফেসবুকে নিষিদ্ধ হলো ফেসমাস্কের বিজ্ঞাপন

    0

    লোকসমাজ ডেস্ক॥ করনো ভাইরাস থেকে সুরক্ষায় ফেসবুক খুললেই চোখে পড়ে ফেসমাস্কের বিজ্ঞাপন। চটকদার ওইসব বিজ্ঞাপনে ফেসমাস্ক পরলেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে বলে দাবি করা হলেও বিশ্বস্বাস্থ্য সংস্থা তা নাকচ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাপনে পরিবর্তন ও কিছু বিষয়ে সতর্কতায় করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। মিথ্যা প্রচারণার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করায় ফেসমাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
    শনিবার ফেসবুকের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটির স্বাস্থ্য বিষয়ক প্রধান ক্যাং-জিং জিন বলেন, আমরা সাময়িকভাবে ফেস মাস্কের বিজ্ঞাপন সাময়িকভাবে স্থগিত করছি। ইতিমধ্যে যে সব ওষুধ করোনাভাইরাসের প্রতিষেধকের নাম করে বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল, তা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের টিম গভীরভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।