করোনা আইপিএলে কোনো প্রভাব ফেলবে না : সৌরভ

0

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যথা সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে জল্পনা কল্পণা শুরু হয়েছে। তবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (আইসিবি) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন, নির্ধারিত সময়েই হবে এ বারের আইপিএল। এ ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এ মাসের ২৯ তারিখে মুম্বাইয়ে আইপিএল শুরু হবে। ইতোমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৩১। সৌরভ বলেন, ‘ভারতের সব মাঠেই ঠিক সময়ে হবে আইপিএল। ইংল্যান্ড এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে। দক্ষিণ আফ্রিকা আসছে ভারত সফরে। সুতরাং কোনো সমস্যা নেই।’ তিনি আরো বলেন, ‘কাউন্টির দলও আবু ধাবি সফর করছে। সুতরাং কোনো সমস্যা নেই। প্রতিরোধমূলক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত আরো কী কী করতে হবে সে ব্যাপারে মেডিক্যাল বিভাগ প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে।’ এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের পলে ইটালিতে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সব রকমের খেলায় দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জাপানেও বাতিল হয়েছে অলিম্পিকের বাছাই পর্ব।
সূত্র: আনন্দবাজার