খানজাহান আলী থানা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সামাদ খান সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন ফকির লুৎফর রহমান, মুন্সি সিরাজুল ইসলাম, মাস্টার এসএম আলমগীর হোসেন সিদ্দিকী, জাকির হোসেন, আলতাফ হোসেন খান প্রমুখ। সভায় সকলের সম্মতিক্রমে আনিসুর রহমানকে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত করেন। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ও সিটি ২নং ওয়ার্ড থেকে সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য বৃন্দের সিদ্ধান্ত গৃহীত হয়।