যশোরের বিরামপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, মাদকদ্রব্য উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বিরামপুর কাজীপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহ আলম ওরফে আলমের (৫০) বাড়িতে শুক্রবার অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বিদেশি মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা, মোটরসাইকেল ও টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বিরামপুর কাজীপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে শাহ আলম ওরফে আলম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার সকালে উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই এইচ এম এ লতিফ গোপন সূত্রে খবর পান যে, ওই বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনা করছেন। এ খবর পেয়ে বেলা ১১টার দিকে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ী আলমের ঘরে তল্লাশি চালিয়ে এক বোতল বিদেশি মদ (ভ্যাট-৬৯), ১০ বোতল ফেনসিডিল, এক শ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৩ হাজার টাকা এবং একটি বাজাজ পালসার মোটরসাইকেল (যশোর-ল-১২-৬২৪৫) উদ্ধার করা হয়। সূত্র জানায়, অভিযানে মাদক ব্যবসায়ী আলমকে আটক করে পুলিশ। তবে মাদক ব্যবসার সাথে জড়িত তার ছেলে আমির হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় উপশহর ক্যাম্প পুলিশের এএসআই মো. সফিকুল ইসলাম কোতয়ালি থানায় একটি মামলা করেন। বিকেলে আটক আলমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।