২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

0

স্টাফ রিপোর্টার॥ ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যশোর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিকেলে শহরতলীর হাইকোর্ট মোড়ে মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফকির শওকত, সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, সাংগঠনিক সম্পাদক তোহিদ মনি, সহ-সম্পাদক ফিরোজ আহমেদ, বাবু ইসলাম, মাহাবুবুর হরমান, রিপন হোসেন প্রমুখ। বক্তারা ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।