শেখহাটির কুখ্যাত জুয়েলের সহযোগী কালো আরিফ ইয়াবাসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শেখহাটির কুখ্যাত জুয়েলের সহযোগী হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি কালো আরিফকে আটক করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে শহরের সিটি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, রোববার গভীর রাতে থানার এসআই কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কালো আরিফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক কালো আরিফ শেখহাটি বিশ্বাসপাড়ার হোসেন আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সোমবার আটক কলো আরিফকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশ জানায়, গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শেখহাটি জামরুলতলায় ছাত্রলীগ নেতা কুখ্যাত কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের আস্তানায় (কাজী ছাত্রাবাসে) দু দফা অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি কালো আরিফ। অভিযানের সময় জুয়েল ও কালো আরিফসহ কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। সেই থেকে তাদের আটকের চেষ্টা চলছিলো। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার আসামি কালো আরিফকে তারা গত রোববার রাতে আটক করতে সক্ষম হয়। সূত্র জানায়, জুয়েল ও তার পিতা আলমসহ মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।