বটিয়াঘাটায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে সমর্থন করে না। তেমনি সংঘাত হানাহানিকেও অনুমতি দেয় না। পবিত্র কুরআনের আলোকে সঠিকভাবে আলোচনার মাধ্যমে ধর্মীয় আলোচকদের আলোচনা করতে হবে। কিছু কিছু ব্যক্তির কারণে ধর্মের সঠিক ব্যাখ্যা উপস্থাপন না করায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেখা যায়। তিনি গত রবিবার সন্ধ্যায় বটিয়াঘাটা বাজার জামে মসজিদ পরিচালিত হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২০ তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মসজিদ কমিটির সভাপতি আলহাজ আবু হেনা মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান (উপ-সচিব)। প্রধান বক্তা ছিলেন ঢাকার মিরপুরের বায়তুল আজম জামে মসজিদের খতিব মাও. গাজী মোহাম্মদ মোহেবুল্লাহ সিদ্দিকী।