ঝিকরগাছায় জাতীয় যুব সংহতির প্রস্তুতি সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আগামী ১৫ মার্চ জেলা সম্মেলন সফলের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় জাতীয় যুব সংহতির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পারবাজার সোনালী ব্যাংক চত্বরে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মিলন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেন, গদখালী ফুল চাষের জনক শের আলী সরদার, নির্বাসখোলা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি জাহান আলী, শংকরপুর ইউনিয়নের সভাপতি ওহিদুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। যশোর-৬ আসনের উপ-নির্বাচনে হাবিবুর রহমানকে প্রার্থী করায় পার্টির চেয়ারম্যানকে সভা থেকে ধন্যবাদ জানানো হয়েছে।