অপরিশোধিত জ্বালানি তেলের গড় দামে বড় পতন

0

লোকসমাজ ডেস্ক॥ অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে দরপতন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী রয়েছে জ্বালানি তেলের সাপ্তাহিক বাজার। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ সপ্তাহে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১৬ শতাংশের বেশি কমেছে। ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম কমেছে সাড়ে ১৩ শতাংশের বেশি। নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও চাহিদা কমার আশঙ্কা অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে বিদ্যমান মন্দা ভাবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে। খবর সিনহুয়া।
নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের সাপ্তাহিক গড় দাম দাঁড়িয়েছে ৪৪ ডলার ৭৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৬ দশমিক ১৫ শতাংশ কম।
অন্যদিকে একই সময়ে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ৫২ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। টানা ছয় কার্যদিবস নিম্নমুখী থাকার পর দুটো জ্বালানি পণ্যের সাপ্তাহিক গড় দাম ২০১৮ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের শুরু থেকে চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ জ্বালানি তেলের চাহিদা কমিয়েছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনের পেছনে ভূমিকা রেখেছে। এখন চীন ছাড়িয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যসহ মহাদেশের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াতেও সংক্রমণ দেখা দিয়েছে নভেল করোনাভাইরাসের। এ পরিস্থিতি বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমিয়ে দিতে পারে। এ আশঙ্কা জ্বালানি পণ্যটির বাজার পরিস্থিতিকে নিম্নমুখী করে রেখেছে।