কুষ্টিয়ায় ঘুষের টাকাসহ আটক সাব রেজিস্ট্রার মনিরামপুরের সুব্রত সিংহ সাময়িক বরখাস্ত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ঘুষের টাকাসহ আটক সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। কুষ্টিয়ার জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। বরখাস্তকৃত সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান দুর্গাপদ সিংহের ছেলে।
জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলায় কর্মরত ছিলেন সাব-রেজিস্ট্রার মনিরামপুরের সুব্রত কুমার সিংহ ও তার অফিস সহকারী রফিকুল ইসলাম। গতবছর ৭ নভেম্বর দুদকের সমন্বিত টিম অভিযান চালিয়ে অফিস কে ঘুষ লেনদেনের সময় এক লাখ ৪ হাজার ৪০০ টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। কুষ্টিয়ার সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে আদালত তাদের দুজনকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন। প্রায় এক মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে সুব্রত কুমার সিংহ স্বপদে যোগদান করেন। কিন্তু চাকরিতে যোগদান করলেও শেষ রা হয়নি তার। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ গ্রেফতার ও কারাগারে আটক থাকায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা মোতাবেক আটকের তারিখ হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ কর্তৃক সচিব (দায়িত্বপ্রাপ্ত) গোলাম সারওয়ার ১৮ ফ্রেব্রুয়ারি ওই সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে অফিস সহকারী রফিকুল ইসলামও সাময়িক বরখাস্ত হন। কুষ্টিয়ার জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা সাংবাদিকদের কাছে বরখাস্তের সত্যতা স্বীকার করেন। অবশ্য এ ব্যাপারে জানার জন্য সুব্রত কুমার সিংহের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।