অচল সমিতি সচল দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ, আটক ২

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় অচল সমিতি সচল দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলায় ২ প্রতারককে সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে আটক করা হয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।
জানা গেছে, উপজেলার চাঁদখালী আল-মদিনা ঋণদান ও সঞ্চয় সমিতির নামে সদস্য সংগ্রহ করে ২০ লক্ষাধিক টাকা আদায় করে একটি প্রতারক চক্র। কিন্তু গ্রাহকদের মাঝে বণ্টন না করে তারা সমুদয় টাকা আত্মসাৎ করেন। এ প্রতারণার ঘটনায় সদস্য ময়না বেগম পাইকগাছা থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলাটি সিআইডি খুলনা তদন্ত ও চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, হাফেজ আবু মুসা, মাও. আবু মুসা, নজরুল ইসলাম ও গাউসুল আজম। সমবায় অফিস সূত্রে জানা যায়, ২/৩ বছর আগেই এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারপরও তারা সমিতি সচল দেখিয়ে অর্থ আদায় অব্যাহত রাখে। এ ব্যাপারে সিআইডির এসআই ডি.এম রফিকুল ইসলাম জানান, প্রতারণা মামলায় আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।