আন্তর্জাতিক সংবাদ

0

নিজেকে প্রতারিত মনে করছেন মাহাথির
লোকসমাজ ডেস্ক ॥ ‘প্রতারণার শিকার’ হয়ে মতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির কিংবদন্তি নেতার দাবি, নতুন প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন তাকে ‘ঠকিয়েছেন’। ‘প্রতারিত হয়েছি, বিশেষ করে মুহিউদ্দিনের কাছে,’ মন্তব্য করে রবিবার সকালে মাহাথির বলেন, ‘সে (মুহিউদ্দিন) দীর্ঘদিন ধরে এই চেষ্টা করেছে এবং এখন সফল।’ মাহাথির জানিয়েছেন, তার জোটসঙ্গী পাকাতান হারাপান দ্রুত সংসদীয় বৈঠকে বসবে। ‘কার পে বেশি এমপি রয়েছেন সেটি আমরা দেখব। এখন পাকাতান হবে বিরোধী দল।’ মালয়েশিয়ার কিংবদন্তি নেতা মাহাথির মূলত ‘ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন’ দলের নেতা ছিলেন। ২২ বছর মতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়ান। বছর দুই আগে আবার রাজনীতিতে ফিরে আসার সময় নিজের দলের বিপইে নির্বাচন করেন। নতুন দল বেরসাতু গঠন করে যোগ দেন আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোটে। আনোয়ারকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্র“ত দিয়ে মূলত মতায় আসেন মাহাথির। কিন্তু এতদিন বাদেও মতা হস্তান্তর করেননি। আনোয়ার গত কয়েক মাসে একাধিক বৈঠক করেন বিষয়টি নিয়ে। এই পরিস্থিতিতে মাহাথিরের সমর্থকেরা আনোয়ারকে এড়িয়ে নতুন একটি জোট গড়ার চেষ্টা করছিলেন। তার ভেতরই গত সোমবার সকালে মাহাথির পদত্যাগ করেন। পরে সংবিধান অনুযায়ী দেশটির রাজা সব এমপির সঙ্গে আলাদাভাবে কথা বলে বেরসাতুর সভাপতি মুহিউদ্দিনকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। মাহাথির এখন দলটির চেয়ারম্যান হিসেবে থাকবেন কি না, সেটি কয়েক দিনের ভেতর জানা যাবে।

তালেবান-মার্কিন চুক্তির সময়‘আল্লাহু আকবার’ তাকবিরে মুখরিত
লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্র কি আফগানিস্তানে ইসলামি ফোর্সের কাছে সম্পূর্ণ পরাজিত হল? শনিবার কাতারের রাজধানী দোহাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি তথা মার্কিন ‘শান্তিদূত’ জালমে খালিলজাদ এবং মার্কিন আক্রমণের সময়কালে আফগান প্রেসিডেন্ট মোল্লা ওমরের যিনি সহযোগী ছিলেন– সেই মোল্লা বারাদর এই শান্তিচুক্তি স্বার করেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে দীর্ঘস্থায়ী লড়াইয়ের হয়তো অবসান হতে চলেছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী লড়েছে ভিয়েতনাম যুদ্ধ– কোরিয়ান যুদ্ধ– দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কোনটাই কিন্তু আফগানিস্তানের মতো এত দীর্ঘ হয়নি। কাবুলে নিজেদের পছন্দসই এক সরকার টিকিয়ে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র সুদীর্ঘ ১৯ বছর লাগাতার লড়ে গেছে। আফগানিস্তানের ওপর ঢেলে দিয়েছে সমস্ত ধরনের মারণ বোমা– পেণাস্ত্র। অভিযোগ রয়েছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও। আফগানিস্তানকে পরাজিত করা দূরে থাকুক– কাবু করতেও পারেনি প্রেসিডেন্ট জর্জ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প। শনিবার চুক্তি সইয়ের মাধ্যমে এক রকম পরাজয়ই স্বীকার করে নিল দোর্দণ্ড প্রতাপশালী ট্রাম্প। আফগানিস্তানের সঙ্গে যখন চুক্তিতে আবদ্ধ হলেন শাহেনশা ট্রাম্প, তখন সাী হিসাবে সেখানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আরো ছিলেন ১৯টি দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রতিনিধিরা। ‘আল্লাহ হু আকবার’ ধ্বনির মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বার অনুষ্ঠান টেলিভিশনে প্রত্য করল সমগ্র বিশ্ব। আমেরিকা আফগান যুদ্ধে বেশিরভাগ েেত্র ব্যবহার করেছে আকাশ থেকে নিিেপত পেণাস্ত্র, ড্রোন এবং এফ-১৬ সহ বিধ্বংসী বিমানবহর। তাও দেখা গেছে, মার্কিন সেনাদের মৃত্যুমিছিল। ৩ হাজারের ওপর মার্কিন সেনা আফগানিস্তানে করুণভাবে নিহত হয়েছে। আর আহত? প্রায় ২১০০০।

ইসরাইলি সেনার গুলিতে ২৬০ ফিলিস্তিনি আহত
লোকসমাজ ডেস্ক ॥ দখলকৃত পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ২৬০ স্বাধীনতাকামী ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি বসতি নির্মাণের প্রতিবাদে শনিবার পশ্চিমতীরে বিশাল বিােভ ও প্রতিবাদ মিছিল করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছেন, নাবলুসের দেিণ অবস্থিত বিতা এলাকায় ইসরাইলি সেনারা বিােভকারীদের ওপর হামলা চালালে অন্তত ১৯১ ফিলিস্তিনি আহত হন। কাফারকদুম এলাকার অন্তত ৪০ অধিবাসী ইসরাইলি সেনাদের নিপ্তি বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন। একইভাবে আলখালিলের নিকটবর্তী আলফাওয়ার শরণার্থী শিবিরের ৩৭ ফিলিস্তিনিও আহত হয়েছেন। সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত কুদস শহরের পূর্বে নতুন করে সাড়ে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ২০১৬ সালের ২৩ ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে শহর-উপশহর নির্মাণের সব ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। দখলদার ইসরাইল সেই নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের ভূমি জবর-দখল করে একর পর এক ইহুদি বসতি নির্মাণ করেই যাচ্ছে।