কেশবপুুর উপ-নির্বাচন : মনোনয়নপত্র যাচাই-বছাই শেষে ৩ প্রার্থীকে বৈধ ঘোষণা

0

স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কোন ত্রুটি পরিলক্ষিত না হওয়ায় তাদের বৈধ বলে ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন- বিএনপির আবুল হোসেন আজাদ, আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির হাবিবুর রহমান। যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
কেশবপুরের জাতীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ২৯ মার্চ এই আসনে উপনির্বাচন। নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আগামী ৯ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবিরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।