বিবর্তন যশোরের মঞ্চনাট্য মেলা শেষ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ‘সৃজনে সংগ্রামে স্বপ্নগাঁথা, মুক্তিপাক মানবতা’- স্লোগানে তিন দিনের মঞ্চনাট্য মেলা শনিবার সফলভাবে শেষ হয়েছে। ঐতিবাহী নাট্যসংগঠন ‘বিবর্তন যশোর’ নিজস্ব তিনটি প্রযোজনা নিয়ে মেলার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্যমেলার উদ্বোধন করেন প্রবীণ বাউল শিল্পী আলাউদ্দিন ফকির। প্রথম দিন মঞ্চায়িত হয় দর্শকনন্দিত নাটক ‘মাতব্রিং’। শেষ দিন নাটক ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ মঞ্চস্থ হয়; যার রচয়িতা সাধনা আহমেদ ও নির্দেশক ইউসুফ হাসান অর্ক।
শুক্রবার মঞ্চস্থ হয় নাটক ‘কৈবর্তগাথা’। নাটকটির রচয়িতা আব্দুল্লাহেল মাহমুদ এবং এর নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিবর্তনের উপদেষ্টা কলামিস্ট আমজাদ হোসেন, অর্চনা বিশ্বাস, নাট্যজন দীপংকর দাস রতন, আব্দুল আফফান ভিক্টর, দিলীপ সাহা, প্রদীপ চক্রবর্তী ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল। স্বাগত বক্তব্য দেন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন। সংগঠনের সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, মঞ্চনাট্য চর্চায় রয়েছে নানা ধরনের সংকট ও সীমাবদ্ধতা। বিবর্তন যশোর এ সব সমস্যা মোকাবিলা করে দীর্ঘ তিন দশক ধরে পথচলা অব্যাহত রেখেছে। প্রগতি ও বাঙালি সংস্কৃতির ধারা দুর্বার গতিতে এগিয়ে নেয়া তাদের লক্ষ্য।