‘NDA-তে থেকেই লড়ব বিধানসভায়, জিতব ২০০ আসন!’ জন্মদিনে প্রত্যয়ী নীতীশ

0

লোকসমাজ ডেস্ক॥ NDA-তে থেকেই আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল জনতা দল ইউনাইটেড। নিজের ৬৯তম জন্মদিনে এ কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি তাঁর দাবি, ২৪৩ বিধানসভা আসনের মধ্যে ২০০টিতেই জিতবে তাঁদের জোট।
রবিবার পাটনার গান্ধী ময়দানে কার্যকর্তাদের সম্মেলনে দলীয় কর্মীদের উদ্দেশে নীতীশ বলেন, ‘NPR ২০১০ সালের ফরম্যাটেই হবে। আমরা রাজ্য বিধানসভায় প্রস্তাবও পাশ করেছি।’
রাজ্যে NRC-র কোনও প্রয়োজন নেই – বিহার বিধানসভায় সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাশ করিয়েছেন JD(U) প্রধান। সেই প্রস্তাবেও এও উল্লেখ করা আছে যে, NPR হবে ২০১০ সালের ফরম্যাটে।
গত ২৯ জানুয়ারি জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোর ও জাতীয় সাধারণ সম্পাদক পবন ভার্মাকে বহিষ্কৃত করে নীতীশ কুমারের দল। তাঁরা দুজনকেই NRCর বিরোধিতায় বিভিন্ন মহলে সরব হতে দেখা গিয়েছে। CAA নিয়ে দলের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন প্রশান্ত কিশোর। সংসদের দুই কক্ষেই সংশোধিত নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়েছিল নীতীশ কুমাররে দল। যা নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেন প্রশান্ত। এর পাশাপাশি বিভিন্ন ইস্যুতেই BJP-কে ক্রমাগত আক্রমণ করছিলেন তিনি। যা নিয়েও অস্বস্তি বাড়ছিল বিহারে NDA-র সদস্য JD(U)-এর।
চলতি বছর অক্টোবরে বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন।