প্রাকৃতিক রাবারের বাজারে ধস

0

লোকসমাজ ডেস্ক॥ চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বের অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্ক অন্যান্য পণ্যের মতো প্রাকৃতিক রাবারের বাজারেও মন্দা ভাবের জন্ম দিয়েছে। কমতির দিকে রয়েছে পণ্যটির দাম। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে টোকিও কমোডিটি এক্সচেঞ্জে প্রাকৃতিক রাবারের দাম কেজিপ্রতি ৮ ইয়েনের (জাপানি মুদ্রা) বেশি কমেছে। খবর বিজনেস লাইন।
টোকিও কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি প্রাকৃতিক রাবার বিক্রি হয়েছে ১৭২ দশমিক ২ ইয়েন বা ১ ডলার ৫৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ২ ইয়েন কম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ৪ দশমিক ৫ শতাংশ। দিনের শুরুতে প্রতি কেজি প্রাকৃতিক রাবারের দাম ১৭১ দশমিক ৬ ইয়েনে নেমেছিল। গত ৪ ফেব্রুয়ারির পর এটাই প্রাকৃতিক রাবারের সর্বনিম্ন দাম।