মোংলায় ফ্রেন্ডশিপ হেলথ কিনিকের যাত্রা শুরু

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে যাত্রা শুরু করলো ফ্রেন্ডশিপ হেলথ কিনিক। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাটের মোংলা উপজেলার মাছমারায় প্রায় ৫ একর জমির ওপর আধুনিক এ কিনিক প্রতিষ্ঠা করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ।
নতুন স্থাপিত এই কিøনিকের মাধ্যমে মোংলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় দু লাখ মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও স্বাস্থসেবা পাবেন। শনিবার বিকেলে ফ্রেন্ডশিপ আধুনিক হেলথ কিনিকের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। পরে তিনি কিনিক ও স্বাস্থ্য সেবার মান ও কিনিকের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এ উপলক্ষে কিনিক চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপমন্ত্রী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান, সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য ড.নমিতা হালদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ জনপ্রতিনিধি এবং সেবাগ্রহীতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।