ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ অপহরণের পর আদালতে ধর্ষণ মামলা দায়েরের প্রেক্ষিতে শনিবার দুপুরে কালীগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল্লাহ নামে এক বখাটে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই ছাত্রীও ইয়াবা আসক্ত বলে পুলিশ মনে করছে। ঝিনাইদহ সদর হাসপাতালে আসা কালীগঞ্জ থানার এসআই আশিক জানান, ওই মেয়েটিকে বখাটে আব্দুল্লাহ নিয়ে যায়। মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় তার পিতা আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। তিনি বলেন, মেয়ে ও বখাটে উভয়ই ইয়াবা আসক্ত বলে মনে হচ্ছে। এ নিয়ে কালীগঞ্জের জনপ্রতিনধিরা একাধিকবার শালিস করেও কোন সুরাহা করতে পারেননি। ফলে আদালতের দ্বারস্থ হন মেয়েটির পিতা।