আলিম জুটমিলে মিছিল-সমাবেশ : বকেয়া বেতন পরিশোধ না করলে ৩ মার্চ কর্মসূচি

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট (খুলনা) ॥ রাষ্ট্রায়ত্ত আটরা শিল্পাঞ্চলের আলিম জুটমিলের বকেয়া বেতন পরিশোধ ও অবিলম্বে ভুয়া মালিকের নাটক বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনা-যশোর মহাসড়কে বিক্ষাভ মিছিলপূর্বক সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা। সকাল ১০ টায় আলিম জুটমিল সংগ্রাম পরিষদের উদ্যোগে মিল থেকে মিছিল বের করে খুলনা-যশোর মহাসড়কের আফিল গেট ঘুরে পুনরায় মিলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলিম জুটমিলের সিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফেজ আব্দুস সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক ও আলিম জুটমিল সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, ইস্টার্ন জুটমিলের সিবিএ সভাপতি মো. আলাউদ্দিন, রাজঘাট কার্পেটিং জুটমিলের সভাপতি মো. বাদশা মিয়া, প্লাটিনাম জুবিলী জুটমিলের সভাপতি শাহানাজ শারমিন, স্টার জুটমিলের সভাপতি বিল্লাল হোসেন মল্লিক, খালিশপুর জুটমিলের সভাপতি দীন মোহাম্মাদ, ক্রিসেন্ট জুটমিলের সাবেক সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, স্টার জুটমিলের সাধারণ সম্পাদক আবু হানিফ, ইস্টার্ন জুটমিলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউসুফ গাজী, দৌলতপুর জুটমিলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জেজেআই জুটমিলের সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মল্লিক, প্লাটিনামের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিজেএমসি নিয়ন্ত্রিত ২৬ টি জুটমিল এ পর্যন্ত একই সাথে সকল প্রকার বিল পেয়ে এসেছে। কিন্তু দুঃখের বিষয় আলিম জুটমিলের শ্রমিকদের দীর্ঘ ১৪ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীরা ৪ মাসের বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তারপর আবার নতুন মালিকের নাটক সাজানো হচ্ছে। শ্রমিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সকল শ্রমিক-কর্মচারীর বকেয়া পাওনা পরিশোধ করা না হলে আগামী ৩ মার্চ সকাল ১১ টায় প্লাটিনাম সিবিএ কার্যালয়ে সংগ্রাম পরিষদ ও রাষ্ট্রায়ত্ত পাটকলের সকল সিবিএ-ননসিবিএ নেতৃবৃন্দের বৈঠকের পর রাজপথ-রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।