প্রধানমন্ত্রী যথার্থভাবেই দেশকে বদলে দিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে দেশকে বদলে দেয়ার অঙ্গীকার করেছিলেন। তিনি তাঁর কথা রেখে যথার্থভাবেই বদলে দিয়েছেন বলেই আমাদের দেশ সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। এ দেশে জঙ্গী, সন্ত্রাস ও মাদক কারবারিদের অবস্থান কখনই হবে না। দেশের উন্নয়নের ক্ষেত্রে এগুলো অন্তরায়। দেশের অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে দেশে জঙ্গী তৎপরতা দেখা দিয়েছিল। আমরা তা প্রতিহত করেছি। ২০১৪ সালে ৯১ দিন দেশে অগ্নিসন্ত্রাস চলেছিল। এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেটা আমরা দমন করেছি। এখন দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে মাদকসেবীদের এড়িয়ে চলার জন্য ডোপ টেস্ট করা হবে। মাদকসেবীদের জন্য সরকারি পদক্ষেপ প্রসংশিত হবে বলে আমরা মনে করি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কার্যক্রম উদ্বোধন করেন। পরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ ফোরামের ব্যবস্থাপনায় দর্শনা সরকারি কলেজ মাঠে বিকাল ৪ টায় জঙ্গী, সন্ত্রাস ও মাদকবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি আলী আজগার টগর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার), খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুল হক খান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ দর্শনা পৌর শাখার সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ.এস.এম ইস্্রাফিল ও কমিউনিটি পুলিশের আহবায়ক মনিরুজ্জামান। মহাসমাবেশে চুয়াডাঙ্গা জেলার ৯০ জন মাদককারবারি আত্মসমর্পণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা না থাকলে রেহাই দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরা স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইলে সরকার সহযোগিতা করবে। উল্লেখ্য, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কার্যক্রম শুরুর জন্য ২০১৯ সালের ২৪ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ৪৪ জনবল নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, বেগমপুর, তিতুদহ ও নেহালপুর ইউনিয়ন এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা, কুড়–লগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন নিয়ে এ থানার কার্যক্রম শুরু হয়।