চৌগাছায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। এ ঘটনায় এলাকাবাসী যশোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, যাত্রাপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল আজিজ ও ইসাহক হোসেন হুদো-যাত্রাপুর পাকা সড়কের বেদনবিল নামক স্থান থেকে ৮ টি সরকারি মেহগনি গাছ কেটে বিক্রি করেন। যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল বলেন, ’বিষয়টি আমি শুনেছি, সংশ্লিষ্ট ইউনিয়নের নায়েবকে পাঠিয়ে গাছ না কাটতে বলেছি। তবে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে’। হাকিমপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব দলিল উদ্দীন বলেন, ’সরকারি রাস্তার গাছ কাটার খবর পেয়ে আমি ও আমার সহকারী সেখানে যাই। আব্দুল আজিজ ও ইসহাককে গাছ কাটতে নিষেধ করি। শুক্রবার সরকারি ছুটির সুযোগে তারা চুরি করে গাছ কেটেছে। এ ঘটনায় আমি উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর দরখাস্ত করবো। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।’
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, ’সরকারি রাস্তার গাছ কাটছে এমন খবর পেয়ে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে গাছ কাটতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা আমার কথা না শুনে ছুটির দিন চুরি করে গাছ কেটেছে। ৮টি বড় মেহগনি গাছ যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী যশোর জেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেছেন’। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, ’গাছগুলো আমাদের মালিকানা জমিতে লাগানো ছিলো। নিজেদের প্রয়োজনে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে’।