চৌগাছায় কৃষকের গরু চুরি

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় এক কৃষকের ৪টি গরু নিয়ে গেছে চোরেরা। শুক্রবার রাতে উপজেলার আন্দারকোটা গ্রামে এ চুরির ঘটনাটি ঘটেছে। স্বরুপদহ ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন জানান. আন্দারকোটা গ্রামের হানেফ আলীর ছেলে কৃষক রেজাউল ইসলামের গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা ২টি হালের গরু, ১টি ষাঁড় ও ১টি গাভী গরু চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, গরু চুরির ব্যাপারে কেউ কোন অভিযোগ করনি।