আশাশুনিতে আইনি সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

আশাশুনি (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান,জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, দেশে মানবিক ও মৌলিক গণতন্ত্র কায়েম করতে হবে। আমরা গড়তে চাই সফল সুখি-সমৃদ্ধি বাংলাদেশ। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনছুর আহম্মেদ, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. সুম্ভুনাথ সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী প্রমুখ।