এত মাথাব্যথা কেন?, প্রশ্ন শ্রুতির

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রুতি হাসান। বিভিন্ন সময়ের ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। তার শরীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা জিনিস নিয়েই এই সমালোচনা।
তবে নিন্দুকদের কোনও পাত্তাই দিলেন না শ্রুতি হাসান। ইনস্টাগ্রামে দুটি ছবি কোলাজ পোস্ট করে শ্রুতির জানালেন, তিনি মোটেই এসবে পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায় সেসবের উত্তর দিতে তিনি মোটেই বাধ্য নন।
ঠোঁট ও নাক প্লাস্টিক সার্জারির প্রসঙ্গে শ্রুতির ভাষ্য, হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি তো এর প্রচার করছি না। শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়। আমার শরীর আমি বুঝবো! এ নিয়ে সবার এত মাথাব্যথা কেন?
ভারতীয় গণমাধ্যমের খবর শ্রুতি আবেদন জানিয়েছেন, ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেমকাহিনি আমার সঙ্গে এবং আশা করি আপনারও তাই।
২০০৯ সালে ‘লাক’ ছবিতে বলিউডে অভিষেক হয় শ্রুতি হাসানের। এছাড়া তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি।