‘এশিয়া কাপের ভেন্যু দুবাই, খেলবে ভারত-পাকিস্তান দুই দলই’

0

লোকসমাজ ডেস্ক ॥ চলতি বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। কিন্তু এ টুর্নামেন্টের আয়োজক কারা হবে, তা নিয়েই এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপের এবারের আসর হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু সে দেশে সফর করতে আবার ঘোর আপত্তি ভারতীয় ক্রিকেট দলের। যে কারণে এখনও নির্ধারিত হয়নি টুর্নামেন্টের ভেন্যু।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছিল, এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও তাদের সমস্যা নেই। কিন্তু টুর্নামেন্টের ভেন্যু হতে হবে অন্য কোথাও। যেমনটা তারা এতদিন সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করেছে দুবাইয়ের মাঠগুলোকে। এসব প্রস্তাবনা ও সম্ভাবনা নিয়েই আগামী ৩ মার্চ এসিসির সদর দপ্তরে বসতে যাচ্ছে বৈঠক। যেখানে ঠিক করা হবে এবারের এশিয়া কাপের ভেন্যু। কিন্তু তার আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সাফ জানিয়ে দিলেন, এবারের এশিয়া কাপ হবে দুবাইতে। যেখানে খেলবে ভারত-পাকিস্তান দুই দলই। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনসে সাংবাদিকদের সঙ্গে আলাপে গাঙ্গুলি বলেই ফেলেছেন, ‘এশিয়া কাপ হবে দুবাইতে এবং ভারত-পাকিস্তান দুই দলই খেলবে।’ গাঙ্গুলির এমন আত্মবিশ্বাসী মন্তব্যের পর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেছে বলা চলে। সবশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে হয়েছিল এশিয়া কাপ ক্রিকেট। এরপর থেকে ১২ বছর ধরে এসিসির কোনো টুর্নামেন্টই আয়োজন করতে পারেনি তারা।