পথচারীকে চাপা দিয়ে ট্রাকচালকও নিহত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-মাগুরা সড়কে নিয়ন্ত্রণহারা একটি ট্রাক এক পথচারীকে চাপা দিয়ে চালক নিজেও নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের বাঘারপাড়ার গাইদঘাট কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পথচারী গাইদঘাট ঘোপপাড়ার মৃত মুজিবর শিকদারের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ফুল বড়– বেগম (৭০) ও ট্রাকের চালক মাগুরার শালিখার হরিশপুর দেয়াডাঙ্গার আব্দুল লতিফের ছেলে আল-আমিন (২৫)। এ সময় ট্রাকে থাকা ৪ শ্রমিক আহত হন। তারা হলেন হরিশপুর দেয়াডাঙ্গার ইজাজ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২২), একই গ্রামের নুর আলীর ছেলে আলী হামজা (২৪), কুবাদ আলীর ছেলে মাসুম বিল্লাহ (২২) ও এসকেন মোল্লার ছেলে লিমন হোসেন (১৯)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরার সীমাখালীর চিত্রা ব্রিকস্রে ইট বহনকারী একটি ট্রাক (যশোর-ট-১১-৫৩১৬) বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ফুল বড়–কে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্ট্রি গাছে সজোরে ধাক্কা খেলে চালক আল-আমিন ছিটকে পড়ে ট্রাক ও গাছের মাঝে আটকে যান। খবর পেয়ে স্থানীয় খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্ঘটনাস্থলে আসেন। পরে বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ট্রাক ও গাছের মাঝে আটকে থাকা মৃত চালককে স্প্রেডার মেশিনের সাহায্যে উদ্ধার করে। এর পরপরই বারোবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। বারোবাজার হাইওয়ে পুলিশের এসআই কালিপদ পোদ্দার দু জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।