শালিখায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মাগুরা-যশোর মহাসড়কের শতখালী থেকে লাশটি উদ্ধার করা হয়। শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত এ ব্যক্তি অন্য কোন এলাকার বলে ধারণা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় নাকি অন্য কোন কারণে তিনি মারা গেছেন এ বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। কারণ মৃত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।