কোটচাঁদপুরে বখাটের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঘরে দুই নাবালক সন্তান রেখে বখাটের হাত ধরে উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সন্তান লিমা ও লিমন মায়ের জন্য কান্নাকাটি করছে। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। গ্রামবাসী জানান, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাহাঙ্গীর মণ্ডল দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন। এদিকে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী হাসিনা খাতুনের (২৮) সাথে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামের জামির হোসেনের ছেলে ওমরসানি সোহাগ (৩০) ভাই-বোন সম্পর্ক স্থাপন করে পরকীয়ায় জড়িয়ে পড়েন। মোবাইল ফোনে চলতে থাকে তাদের প্রেম। একপর্যায়ে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এলাকাবাসী জানান, ওমরসানি সোহাগ এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং বিবাহিত। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। স্বামীর ঘরছাড়া হাসিনার ভাই জলিল মিয়া জানান, নেবুতলা গ্রামের ওমরসানি সোহাগ তার বোনকে ফুসলিয়ে নিয়ে গেছে। যাওয়ার সময় হাসিনা এক লাখ টাকা ও তিনভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তার দুইটি শিশু সন্তান মায়ের জন্য শুধুই কান্নাকাটি করছে। হাসিনার স্বামী জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, আমি প্রবাসে থকার সুযোগে সোহাগ আমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। নেবুতলা গ্রামের আব্দুস সামাদ জানান, সোহাগের আগের স্ত্রী চলে যাওয়ায় সে অন্যের স্ত্রী ভাগিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে সোহাগের মা জানান, আমার ছেলে হাসিনাকে বিয়ে করেছে। বিয়ের পর বাসায়ও নিয়ে আসে। এখন কোথায় আছে জানি না।