১৩ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ১৩ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় আধুনিকমানের মডেল মসজিদ নির্মাণের ঢালাই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাহীন বিশ্বাস।
এ সময় জানানো হয়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট এ মডেল মসজিদে থাকবে নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, হিফজখানা, জানাজার স্থান, প্রতিবন্ধীদের নামাজের স্থান, গাড়ি পার্কিং, ইসলামী গবেষণা কেন্দ্র ও ই-কর্নারসহ নানা সুবিধা। ঝিনাইদহ গণপূর্তের বাস্তবায়নে মসজিদটি নির্মাণ করছে লিটন ট্রেডার্স অ্যান্ড জে এস কন্সট্রাকশন। আগামী ১ বছরের মধ্যে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হবে।