কলার খোসায় দূর হবে জেদি ব্ল্যাকহেডস

0

লোকসমাজ ডেস্ক॥ ব্ল্যাকহেডস নারী পুরুষ সবারই খুব সাধারণ সমস্যা। এটি সাধারণত নাক এবং থুতনিতে বেশি দেখা দেয়। অনেক সময় ব্ল্যাকহেডস থেকে চুলকানির সৃষ্টি হয়। ফলে সেখান দেখে দেখা দিতে পারে ত্বকের নানা সমস্যা। তাই শুরুতেই ব্ল্যাকহেডস দূর করুন।
খুব সহজেই আপনি ঘরে বসে এটি দূর করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন হবে কলার খোসা। কলার খোসার প্যাকটি আপনার ত্বকে একটি আস্তরণের সৃষ্টি করে। যা আপনার ত্বকের ছিদ্রগুলোতে আটকে থাকা সমস্ত জেদি ব্ল্যাকহেডস বের করে আনবে।
জেনে নিন কীভাবে তৈরি করবেন এই প্যাকটি। ব্লেন্ডারে কলার খোসা ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে আধা চা চামচ লেবুর রস, এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন। এবার আপনার ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে শুকিয়ে যাওয়া পর্যন্ত লাগিয়ে রাখুন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে ফেলুন।
ভালো ফলাফল পেতে সপ্তাহে একবার ব্যবহার করুন। বেকিং সোডা এবং লেবুর রস দু’টি আশ্চর্যজনক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। যা যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে রাখে।
সূত্র: বোল্ডস্কাই