বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ‘সুইড’-এর বর্ণিল আয়োজন

0

মাসুদ রানা বাবু ॥ বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ সমিতি (সুইড) যশোর জেলা শাখার প্রতিবছরের ন্যায় এবারও সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে। বার্ষিক বনভোজন উপলক্ষে গতকাল বুধবার যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেন যশোর শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বর্ণিল উৎসবে রূপ নেয়। উৎসবে ছিল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়, বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ সমিতির (সুইড) সভাপতি জাওয়াহেরুল ইসলাম মামুন বলেন, সমাজের মূলধারা থেকে পিছিয়ে পড়া এই অনগ্রসর জনগোষ্ঠী দেশ ও সমাজের মানুষ। তাদেরও একজন সুস্থ মানুষের মত বেঁচে থাকার অধিকার আছে। দেশে প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিবন্ধী সুরক্ষা আইন আছে। যেখানে তাদের প্রাপ্ত সকল অধিকারের কথা উল্লেখ আছে। সেই আইন সম্পর্কে সকলে সচেতন না হওয়ায় এবং তার যথাযথ বাস্তবায়ন ও প্রয়োগ না হওয়ায় এই মানুষগুলো অনেক অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এই মানুষগুলোর জীবন মান উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তারই নিজ হাতে প্রতিষ্ঠিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় সুইড যশোর জেলা সভাপতি অধ্যাপক নার্গিস বেগম বলেন, প্রতিবন্ধীরা সমাজের মানুষ। তাদেরও আছে শিক্ষা, চিকিৎসাসহ সকল নাগরিক অধিকার। তা সত্ত্বেও তারা প্রায় সকল অধিকার থেকে বঞ্চিত। তিনি তাদের পৈত্রিক সম্পত্তি বুঝে দেয়ার জন্য একজন সরকারি প্রতিনিধি নিয়োগের দাবি জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুইড জেলা সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাপেক্স কাব অব যশোরের সভাপতি গাজী মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম। জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থী নাফিস, মেঘলা, সাথি। একটি বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন করে হাসি খাতুন। উৎসবে অংশ নেন- খুলনা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল ইসলাম বাবুল, সুইড জেলা সহ-সভাপতি ডা. কাজী আজিজুল হক, শেখ গোলাম ফারুক, অ্যাড. দেবাশীষ দাস, যুগ্ম সম্পাদক অধ্যাপক আশীষ কুমার, সাংগঠনিক সম্পাদক কাউছার মাহমুদ, ক্রীড়া সম্পাদক চিন্ময় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, নির্বাহী সদস্য, আয়েশা সিদ্দিকা, আবুল বাশার সাইফুদ্দৌলা, অধ্যাপক শরিফুল আলম, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিশিষ্ট ব্যবসায়ী তানভীরুল ইসলাম সোহান, শামসুল কাদের, কাজী মনিরুল হক, সামাজিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান কাবুল, মোস্তাফিজুর রহমান কবির, আজিজুর রহমান প্রমুখ।