বাঘারপাড়ায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা গ্রামে গৃহবধূ জামিলা বেগম হত্যা মামলায় তার স্বামী আব্দুস সাত্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ নভেম্বর বাড়িতে সুপারিগাছ কাটা নিয়ে জামিলা বেগমের সাথে তার স্বামী আব্দুস সাত্তারের ঝগড়া হয়। এরই একপর্যায়ে আব্দুস সাত্তার তার স্ত্রীকে মারপিট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।