বাগেরহাট কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট বেলায়েত ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কলেজ চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সমশের আলী, কলেজের উপাধ্যাক্ষ মো. হাসিবুর রহমান, কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমাম হাসান জেলালসহ শিক্ষার্থীরা। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। কলেজের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।