পাইকগাছায় চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বুধবার সকালে খড়িয়া বাসাখালী গ্রামের সুমন সরদারের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শ্রুতির (১৪) সাথে ডুমুরিয়ার মাগুরখালীর খয়রাবাদ গ্রামের মানিক মন্ডলের ছেলে সুব্রত মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল। পাইকগাছা পৌরসভায় শ্রুতির পিসির বাড়িতে বিয়ের কার্যক্রম চলাকালে উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং ফোরামের সম্পাদক কে.এম আরিফুজ্জামান তুহিন ঘটনাস্থলে উপস্থিত হন। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে না দেয়ার জন্য উভয়পক্ষের সাথে আলোচনা করেন চেয়ারম্যান। এরপর থানার ওসি এমদাদুল হক শেখের সাথে বলেন। বিয়েতে মেয়ের সম্মতি না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন। বর্তমানে শ্রুতি তার মামার বাড়ি খড়িয়ার ভড়েঙ্গাতে রয়েছে।