বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ব্রাজিলের সয়াবিন খাতে

0

লোকসমাজ ডেস্ক॥ ২০১৯-২০ মৌসুমের সয়াবিন সংগ্রহ শুরু হয়েছে ব্রাজিলে। এর মধ্যে দেশটির কয়েকটি অঞ্চলে কয়েক দিন ধরে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। এতে কৃষিপণ্যটির সংগ্রহ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রফতানি কার্যক্রমও শ্লথ হয়ে পড়েছে। দেশটির এগ্রিবিজনেস কনস্যালটেন্সি এআরসি মারকোসুল সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
কনস্যালটেন্সির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত মোট আবাদি জমির ৩৪ দশমিক ২ শতাংশ সয়াবিন সংগ্রহ করতে পেরেছেন ব্রাজিলের কৃষকরা, আগের সপ্তাহের তুলনায় যা ৬ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বেশি। তবে আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ কম। গত বছর আবহাওয়া অনুকূল থাকায় সঠিক সময়ে পণ্যটির আবাদ করতে পেরেছিলেন চাষীরা। তবে এবার দেশটিতে সয়াবিনের আবাদ শুরু হয়েছে দেরিতে।
এদিকে বৃষ্টির কারণে ব্রাজিলের বন্দরগুলোয় সয়াবিনের আগমন কমেছে। ফলে পণ্যটির রফতানি বিলম্বিত হচ্ছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে দেশটি থেকে দৈনিক গড়ে ১ লাখ ৯২ হাজার ৮০০ টন সয়াবিন আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ কম।