১০৫টি আমগাছ কেটে দিয়ে শত্র“তা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে সোমবার রাতে দুর্বৃত্তরা সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল বারীর ১০৫টি আমগাছ কেটে দিয়েছে। আবদুল বারী জানান, দীর্ঘদিন ধরে তিনি আম চাষ করে আসছেন। দেবীদাসপুর গ্রামের মাঠে তিনি চার বিঘা জমিতে আম চাষ করে গতবছর বেশ লাভবান হন। এবার তিনি নতুন করে আরও দুই বিঘা জমিতে হাইব্রিড জাতের আমের চারা রোপন করেন। এসব গাছে মুকুলও এসেছে। তার আশা ছিল যে পরিমাণ মুকুল হয়েছে তাতে ফলনও বেশি হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু সোমবার রাতে দুর্বৃত্তরা তার জমির সব আমাগাছ(১০৫টি) গোড়া থেকে কেটে সাবাড় করে দিয়েছে। তিনি জানান,কারও সাথে তার কোনো শত্রুতা নেই। এ ব্যাপারে আবদুল বারীকে থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়ে উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার জানান, আগামী মৌসুমে নতুন করে চাষের জন্য তাকে সহায়তা করার চিন্তা রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে উল্লেখ করে পুলিশ পরিদর্শক (সার্বিক) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি নিজেই তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।