মোরেলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি ও বইমেলার উদ্বোধন

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাগেহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী কৃষি ও বইমেলার উদ্বোধন করা হয়েছে। একই দিনে উপজেলা পাঠাগারেরও উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ কৃষি, বইমেলা ও উপজেলা পাঠাগারের উদ্বোধন করেন। শুরুতে উপজেলা চত্বরে অনুষ্ঠিত কৃষিমেলা উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, জেলা কৃষি অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ অমিতাভ মন্ডল, থানার অফিসার ইনচার্জ কে.এম আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। মোরেলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপজেলা বইমেলা ও পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শুধু কৃষি বিভাগে নয়, সকল সেক্টরেই উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। সেবার মান কতটুকু অগ্রগতি হয়েছে তা প্রতিটি কর্মকর্তাকে বাস্তবে জনগণকে দেখাতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সকলকে নিরলস পরিশ্রম করতে হবে।