শালিখায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

0

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখা কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে কর্মচারী সমিতির আয়োজনে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। সরকারি বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীরা সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। এ সময় তারা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মবিরতি পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান, উপজেলা ইউএনও অফিস সহকারী অমিত কুমার বিশ্বাস,কর্মচারী কল্যাণ সমিতির শালিখা উপজেলা শাখার সভাপতি শিমুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির কর্মচারীগণের পদ পদবি পরিবর্তন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি।