ঝিনাইদহ সংবাদ

0

অ্যাডভোকেসি সভা
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ পালন উপলক্ষে জেলা পর্যায়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মুফাসসির ড. মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারী।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, সুস্থ ও সুন্দর জাতি গঠনে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী আগামী ১৮মার্চ থেকে ২৪ মার্চ স্কুল পর্যায়ে এবং ২৮মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে। এ কার্যক্রমে দেশের সকল শিশু যাদের বয়স ৯ মাস থেকে ৯বছর ১১মাস ২৯দিন হবে তাদের সকলে যেন এ টিকা নিতে পারে সে লক্ষ্যে সকল মসজিদের ইমাম সাহেবগণ জুম্মার প্রাক-খুতবায় এবং নামাজের পরে এলাকার জনসাধারণকে অবহিত করবেন।

মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন
ঝিনাইদহে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আধুনিক মানের মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি খালেদা খানম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন,জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের মসজিদ নির্মাণ করা হবে।

মাতৃভাষা দিবস পালন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদুল্লাহ।