খুলনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় সুব্রত মণ্ডল (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন আমতলার বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুব্রত মণ্ডল বানিশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামের হৃদয় মণ্ডলের ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় সুব্রত বাড়িতে ছিলেন। রাত সাড়ে ৮ টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। পরে তার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। রাতে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
উপজেলার ঢাংমারী গ্রামের বিনয় কৃষ্ণ সরদার জানান, রাত সাড়ে ৮ টার দিকে ফোন পেয়ে সুব্রত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়া গেলেও রাত আড়াইটার দিকে তার মোটরসাইকেলটি আমতলা-পাইকবাড়ি সংলগ্ন রাস্তার উপরে পাওয়া যায়। সোমবার ভোরে রাস্তা থেকে তিনশ গজ দূরে আমতলা বিলের মধ্যে সুব্রতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ’নিহত সুব্রত মণ্ডলের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে এবং কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে’।