চৌগাছার জিতারপুরে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন সংলগ্ন জিতারপুর গ্রামে গ্রিনলাইট বায়োগ্যাস লিমিটেড ও মৃত্তিকা উন্নয়ন প্রকল্প-২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সামছুল আলম। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রিনলাইট বায়োগ্যাস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কেএইচ রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সামছুল আলম। প্রধান অতিথি বলেন, রাসায়নিক সারের ছোবল থেকে রক্ষা পেতে হলে জৈব সারের বিকল্প নেই। কৃষক না বুঝেই তার কৃষি জমিতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার ব্যবহার করছেন। সেই উৎপাদিত ফসল গ্রহণ করে মানুষ নানা ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন। তাই রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সারের ব্যবহারে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।