ফুলতলায় কৃষি মেলার উদ্বোধন

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলায় কৃষি মেলার উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় তিনি বলেন, গ্রামের প্রতিটি বাড়িতে আধুনিক প্রযুক্তিতে সবজি চাষ, ফলদ বাগান, মৎস্য চাষ এবং গো খামার গড়ে তুলতে হবে। কৃষি জমিতে কোনো শিল্প কলকারখানা তৈরি ও বালুর ব্যবসার মাধ্যমে পরিবেশের ক্ষতি করা যাবে না। সোমবার খেুলনার ফুলতলা উপজেলা চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গোপালগঞ্জ, খুলনা, বাগেরগাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ অধিদফতর ফুলতলার উদ্যোগে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন ইউএনও পারভীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। এর আগে নারায়ণ চন্দ্র চন্দ এমপি ফুলতলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপস্থিত থেকে উন্মুক্তভাবে যাচাইকৃত ভাতাভোগী, অসচ্ছল বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের হাতে কার্ড তুলে দেন।