তালায় তিন দিনব্যাপীকৃষি মেলা শুরু

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতীরার তালা উপজেলায় সোমবার থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। তালা উপজেলা পরিষদ চত্বরে সাতক্ষীরা-১ (তালা,কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পাদক ঘোষ সনৎ কুমার,ভাইস চেয়ারম্যান ও তালা প্রেস কাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী,তালা প্রেস কাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ১৬টি স্টলে বিভিন্ন কৃষিপ্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।