ফুলতলায় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোট ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলতলা স্বাধীনতা চত্বরে সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফজলে খোদা বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষাবিদ আলহাজ আনোয়ারুজ্জামান মোল্লা, সাহিত্যিক অচিন্ত্য কুমার ভৌমিক, সাংবাদিক বিধানদাস গুপ্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক অলিপ বিশ্বাস, এস এম কামরুল হাসান নাঈম, জি.এম সিরাজুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ, মহিউদ্দিন শিপন, কোহিনুর জাহান, আবু সাঈদ, মঈন উদ্দিন ময়না প্রমুখ। পরে সাংস্কৃতিক জোটের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।