খুলনায় আদালত চত্বরে হৃদরোগে মারা গেলেন এক ব্যক্তি

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলার খলসীবুনিয়া গ্রামের কালিপদ তরফদার (৬০) আদালতে মামলার কাজে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে খুলনা দায়রা জজ আদালত চত্বরে। এ ঘটনায় খুলনা জেলা দায়রা জজ আদালত চত্বরে বিচারক ও আইনজীবীগণ এসে তার ঠিকানা জেনে বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন উপস্থিত হলে মৃত ব্যক্তিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।