ঝিকরগাছার গ্রামে ডাকাতির ঘটনায় দুজনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার তিন গ্রাম রাজাপুর, বর্ণি ও চাঁপাতলায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটক দুই জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার এ সংক্রান্ত শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছেন, কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত সরদারের দুই ছেলে মোসলেম সরদার ও নুর ইসলাম সরদার।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ জুলাই দিবাগত রাতে রাজাপুর গ্রামের টিপু গাজীর বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজন জিম্মি করে সোনার গহনাসহ ১ লাখ ২৬ হাজার ৫শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতরা চাঁপাতলা গ্রামের মিজানুর রহমান বাদশার বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা ও সোনার গহনাসহ ২৬ হাজার ২শ টাকার মালামাল নিয়ে যায়। এরপর ডাকাতরা বর্ণি গ্রামের আতিয়ার রহমান ও শরিফুল ইসলামের বাড়িতে হানা দেয়। তারা এই দুুটি বাড়ি থেকে সোনার গহনা, টাকা ও মোবাইল ফোন সেটসহ ৬৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন এ ঘটনায় টিপু গাজী ঝিকরগাছা থানায় একটি মামলা করেন।