আন্তর্জাতিক সংবাদ

0

মাহাথিরই মালয়েশিয়ার অন্তবর্তী প্রধানমন্ত্রী
লোকসমাজ ডেস্ক॥ দায়িত্ব ছাড়তে চেয়ে এখনই যেতে পারছেন না মালয়েশিয়ার কিংবদন্তি রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ । দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করলেও অন্তবর্তী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। নতুন কারো নাম ঘোষণার আগ পর্যন্ত প্রবীণ এই নেতাই মতায় থাকছেন। সোমবার সকালে আচমকা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাহাথির। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই আবার প্রধানমন্ত্রী করা হচ্ছে। ছোট একটি বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ এবং মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত অন্তর্বতী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রশাসন সচল রাখবেন।’ রাজনৈতিক জীবনের মতো মাহাথিরের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে স্থানীয় একটি বাজারে কলা বিক্রি শুরু করেছিলেন। ১৯৪৬ সালে ২১ বছর বয়সে রাজনীতিতে নামেন। তারপর একদিন প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনিকে বুলডোজারে পিষে মারল ইসরায়েল
লোকসমাজ ডেস্ক॥ এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে মারল ইসরায়েলি সেনারা। রবিবার সকালে গাজার খান ইউনিস এলাকায় এই ঘটনা ঘটে। বিবিসি জানায়, গাজা সীমান্তে গুলি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলিরা। এ সময় গুলিবিদ্ধ একজন ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে হত্যা করে ইহুদি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা ােভ ও নিন্দা প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে আচমকা গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর এক ফিলিস্তিনির দেহ বুলডোজার দিয়ে পিষে দিতে থাকে। তার মরদেহটি বুলডোজারে তুলে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। নিহত ফিলিস্তিনির সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও সফল হয়নি। তবে অন্য আহতদের রা করতে সম হয় তারা। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে বুলডোজার ল্য করে পাথর ছুড়তে দেখা যায়। গাজার সরকার হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেন, ‘বুলডোজার দিয়ে যাকে পিষে হত্যা করা হয়েছে তার হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলিরা।’এদিকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামি জিহাদ এক প্রতিক্রিয়ায় এই ঘটনার প্রতিশোধ নেয়ার নেয়ার হুমকি দিয়েছে। তারা জানায়, শহীদের রক্তের বদলা নেয়া হবে।

করোনায় ‘৫০ জনের’ মৃত্যু ইরানে!
লোকসমাজ ডেস্ক॥ নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) ইরানে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির একটি সংবাদমাধ্যম। দ্য গার্ডিয়ানেও সেই খবর প্রকাশ করা হয়েছে। তবে সরকার বলছে, মৃত্যু হয়েছে ১২ জনের। সোমবার দেশটির আইনপ্রণেতা আহমদ আমিরবাদী ফারাহানী দাবি করেন, কোভিড-১৯ ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় মিথ্যাচার করছে। সংস্কারপন্থী নিউজ এজেন্সি আইএলএনএকে ফারাহানী বলেন, শুধুমাত্র কোম শহরেই ৫০ জন মারা গেছে। ‘অন্য সংবাদমাধ্যমে আসল সংখ্যা প্রচার করা হচ্ছে না। তারা সরকারের মিথ্যাচারটাই সামনে আনছে।’ ইরানের স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিয়ে লাইভে আসেন। তিনি বলেন, ‘আমি সুনিশ্চিতভাবে বলছি এটি মিথ্যা খবর। এখন পর্যন্ত ৬৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ জন।’