বয়স নিয়ে ট্রলের শিকার স্বরা

0

লোকসমাজ ডেস্ক॥ নিজের মতামত স্পষ্ট করে বলার জন্য একাধিকবার ট্রলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। কিন্তু সেই সবে খুব একটা কর্ণপাত করেননি তিনি। কিন্তু এবার বয়স নিয়ে হিসেবে ভুল করায় নেটিজেনদের কাছে ট্রলের শিকার হলেন স্বরা। সম্প্রতি হিন্দুস্থান শিখর সমাগমে একটি সাক্ষাৎকারের জন্য গিয়েছিলেন নায়িকা। ছিলেন পরিচালক তিগমাংশু ধুলিয়া ও অভিনেতা জিশান আয়ুব। এই সাক্ষাৎকারে স্বরা এনআরসি, এনপিআর ও সিএএ নিয়ে কথা বলছিলেন। তখনই সঞ্চালিকা রুবিকা লিকায়ত স্বরাকে জিজ্ঞাসা করেন, ১৫ বছর ধরে আপনি সমাজকর্মী। তাহলে ২০১০-এ যখন এনপিআর হয়েছিল তখন আপনি কেন প্রশ্ন তোলেননি।
স্বরা নিজেই প্রথমে সাক্ষাৎকারে বলেছিলেন ১৫ বছর ধরে তিনি অ্যাক্টিভিসমে রয়েছেন। কিন্তু সঞ্চালিকার এই প্রশ্নে স্বরা উত্তর দেন, ২০১০ সালে আমার বয়স ছিল ১৫। স্বরার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। তৈরি হয়েছে একের পরে এক মিম। উইকিপিডিয়া দেখলেই জানা যায়, স্বরার জন্ম ১৯৮৮ সালেরআ ৯ই এপ্রিল। আর তাই যদি সত্যি তা হলে তার বয়স ২০১০-এ কী ভাবে ১৫ হয়! এই নিয়ে শুরু হয়েছে মশকরা। কিছুদিন আগে দিল্লি নির্বাচনের সময়েও স্বরা ভোটের কালি লাগানো আঙুলের ছবি পোস্ট কওে ট্রলের শিকার হয়েছিলেন। ‘বীর দি ওয়েডিং’ ছবিতে স্বমেহনের দৃশ্যে অভিনয় করেও ট্রলের শিকার হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, এই মুহূর্তে শির কোর্মা ছবির কাজ নিয়ে ব্যস্ত স্বরা।