পাকিস্তানে চিনি উৎপাদন কমেছে ২৩%

0

লোকসমাজ ডেস্ক॥ মন্দার মুখে পড়েছে পাকিস্তানের চিনি উৎপাদন খাত। গত বছর দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ কমে সাড়ে ৫৫ লাখ টনের নিচে নেমে এসেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ইউএসডিএর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৯ সালে পাকিস্তানে সব মিলিয়ে ৫৫ লাখ ৪০ হাজার টন চিনি উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৩২ শতাংশ কম। ২০১৮ সালে দেশটিতে মোট ৭২ লাখ ২৫ হাজার টন চিনি উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন কমেছে ১৬ লাখ ৮৫ হাজার টন।
পাকিস্তানের ইতিহাসে ২০১৮ সালে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়েছিল। ওই সময় প্রথমবারের মতো পণ্যটির উৎপাদন ৭২ লাখ টনের মাইলফলক পেরিয়ে যায়। তবে পরের মৌসুমে পাকিস্তানের আখ উৎপাদনকারী এলাকাগুলোয় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় পণ্যটির উৎপাদন ব্যাহত হয়। এর প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক চিনি উৎপাদনে।